-মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী--ইত্যাদি বেগম রোকেয়া রচিত গ্রন্থ।
-অবরোধ-বাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ।
-বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়।
-এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে।