বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
A আমাবশ্যার চাদ;আকাশ কুসুম
B বক ধার্মিক; বিড়াল তপস্বী
C রুই-কাতলা;কেউ কেটা
D বক ধার্মিক; ভিজে বিড়াল
Solution
Correct Answer: Option B
- অমাবস্যার চাঁদ (অদৃশ্য বস্তু),
- আকাশ কুসুম (অসম্ভব কল্পনা)।
- বক ধার্মিক (ভণ্ড),
- বিড়াল তপস্বী (ভণ্ড)।
- রুই-কাতলা (নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ),
- কেউ কেটা (সামান্য),
- ভিজে বেড়াল (কপটচারী)।