কোন বস্তুকে পানিতে সম্পূর্ন ভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারন-
A বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
B বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
C বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
D বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
Solution
Correct Answer: Option C
কোনো বস্তু দ্বারা অপসারিত পানি যদি ঐ বস্তুর ওজনের চেয়ে বেশি হয় তাহলে সেই বস্তু পানিতে নিমজ্জিত হবে এবং বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটিকে পানিতে যেখানে রাখা যায় সেখানেই থাকবে।