পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারন-
A ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত
B সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা যায়
C পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাশকে কার্যকর করে
D পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
Solution
Correct Answer: Option B
পালতোলা নৌকা যেকোনো দিক থেকে বাতাসকে ব্যবহার করে নিজেদের এগিয়ে নিতে পারে। এর কারণ হল একটি পালতোলা নৌকা একটি জিগ-জ্যাগ প্যাটার্নে বাতাসে তির্যকভাবে ট্যাক করতে বা পাড়ি দিতে সক্ষম। যখন পালতোলা নৌকা যেকোন দিকে চলতে থাকে, তখন বাতাস দিয়ে নৌকার পালগুলি পুর্ণ হয় এবং নৌকাটিকে এগিয়ে নিয়ে যায়। সামনে পিছনে ট্যাক করার মাধ্যমে, একটি পালতোলা নৌকা যেকোনো দিকে অগ্রগতি করতে পারে, এমনকি সরাসরি বাতাসের মধ্যেও। এ কারণে পালতোলা নৌকাগুলো যেকোনো দিক থেকে আসা বাতাসকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে সক্ষম।