A একটি পরমানু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে
B একাধিক পরমানু যুক্ত নতুন পরমানু গঠন করে
C ভারী পরমানু ভেঙ্গে দুটি পরমানু গঠিত করে
D একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি করে
Solution
Correct Answer: Option B
কোন ক্ষুদ্র কণা দ্বারা আঘাত করে বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত করাকে ফিশন বিক্রিয়া বলে। অপর দিকে, ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসকে একত্রিত করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত করাকে ফিউশন বিক্রিয়া বলে।