নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কি. মি.।নদী পথে ৪৫ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
Correct Answer: Option B
স্রোতের অনুকুলে বেগ, (নৌকা+স্রোত)=১৫ কিঃমিঃ
স্রোতের প্রতিকূলে বেগ, (নৌকা - স্রোত)=৫ কিঃমিঃ
যেতে সময় লাগেঃ ৪৫কিঃমিঃ/১৫কি;মিঃ = ৩ ঘণ্টা
এবং ফিরে আসতে সময় লাগেঃ ৪৫ কিঃমিঃ/৫কিঃমিঃ= ৯ ঘণ্টা
সুতরাং মোট সময় লাগে=(৩+৯) বা, ১২ ঘণ্টা।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions