বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গিয়েছে?
A রানীগঞ্জ
B বিজয়পুর
C টেকেরহাট
D বাগলীবাজার
Solution
Correct Answer: Option B
পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে। এ চীনামাটিকে বিজয়পুর চীনামাটি নামকরণ করা হয়।