Solution
Correct Answer: Option D
-১৮০৫ সালে ফ্রান্স ও স্পেনের বিরুদ্ধে ব্রিটেনের ট্রাফালগার যুদ্ধ জয় ও যুদ্ধের সেনাপতি অ্যাডমিরাল নেলসনের প্রতি সম্মান জানিয়ে ট্রাফালগার স্কয়ার নির্মাণ করা হয়।
-ট্রাফাগাল যুদ্ধ ছিলো ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী নৌযুদ্ধ।
-ফ্রান্স ও স্পেনের মিলিত নৌশক্তির সাথে লড়াই করে অ্যাডমিরাল লর্ড নেলসনের নেতৃত্বে ব্রিটেন এই যুদ্ধে জয় লাভ করে।
-১৮২০-১৮৪০ খ্রিস্টাব্দ সময়ের মধ্যে এটি নির্মিত হয়।