"মোদের গরব মোদের আশা/আমরি বাংলা ভাষা" রচয়িতা-

A রামনিধি গুপ্ত

B রবীন্দ্রনাথ ঠাকুর

C অতুল প্রসাদ সেন

D নিতন কুন্ডু

Solution

Correct Answer: Option C

- বাংলা সাহিত্যের পঞ্চকবিদের অন্যতম অতুলপ্রসাদ সেন প্রায় ২০০টি গান রচনা করেন। বাংলা গানে তিনি সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন। তার গানের সংকলনের নাম ‘কয়েকটি গান ও গীতিকুঞ্জ’।

- নিধুবাবু তথা রামনিধি গুপ্ত বাংলা টপ্পা গানের জনক। তার একটি টপ্পা গানের বিখ্যাত চরণ- “নানান দেশের নানান ভাষা বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা”।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions