The main two components of CPU are-

A Control Unit & ALU

B ALL & BUS

C Control Unit & Register

D Registers & Main Memory

Solution

Correct Answer: Option A

Central Processing Unit (CPU) computer system এর কেন্দ্রীয় উপাদান। কখনও কখনও একে মাইক্রোপ্রসেসর বা processor হিসাবে ডাকা হয়। CPU হল যে কোনো কম্পিউটার সিস্টেমের মস্তিষ্ক ।  কম্পিউটারের সমস্ত মেজর calculation এবং comparison এই CPU এর মধ্যেই হয়ে থাকে। এছাড়াও CPUর আরো একটি প্রধান কাজ হল কম্পিউটারের বিভিন্ন উপকরণের operation  কে control করা। 

এর তিনটি অনশঃ
- নিয়ন্ত্রণ অংশ বা Control Unit (CU)
- গাণিতিক যুক্তি অংশ বা Arithmetic Logic Unit (ALU)
- রেজিস্টার সমূহ বা Registers

Control Unit (CU) বা নিয়ন্ত্রণ অংশঃ
এটি computer এর logic unit। কন্ট্রোল ইউনিট কোনরকম data processing এর কাজ করে না কিন্তু এটি কম্পিউটারের অন্যান্য component গুলির central nervous system এর মত কাজ করে। control unit এর প্রধান কাজ হল কন্ট্রোল ইউনিট এর প্রধান কাজ হল মেমোরি থেকে ইনস্ট্রাকশন কোড (instruction code) পড়ে তা ডিকোড করা, এরপর মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহ কে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগনাল(control signal) তৈরি করা। Control বা নিয়ন্ত্রণ ইউনিটএর কাজ হল কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা। কম্পিউটারের প্রতি নির্দেশ পরীক্ষা করে এবং তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করা। প্রধান মেমোরিতে কখন তথ্য প্রয়োজন হবে তা নির্ধারণ করে সহায়ক মেমোরি থেকে প্রধান মেমোরিতে তথ্য নিয়ে আসা।

Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশঃ
Data processing এর সময় সিপিইউ যে সমস্ত instruction execute করে তা সম্পন্ন হয় এই Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশ এর মধ্যে। যখন control unit কোনরকম instruction এর সম্মুখীন হয় যার মধ্যে অ্যারিথমেটিক অপারেশন (arithmetic operation) (যেমন add, subtraction, multiply, divide) অথবা লজিক্যাল অপারেশন ( logic operation) ( যেমন less than, grater than) সম্পন্ন করার প্রয়োজন আছে, তখন কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট এর কাছে control transfer করে দেয়

Registers বা রেজিস্টার সমূহঃ
এটি computer processor এর অস্থায়ী স্টোরেজ অঞ্চল। এটি Control Unit (CU) দ্বারা পরিচালিত হয়। কোন program চালানোর সময় প্রয়োজনীয় data, নির্দেশনা এবং address রেজিস্টার এর মধ্যে রাখা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions