কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়?

A ভিটামিন- কে

B ভিটামিন- এ

C ভিটামিন- ডি

D ভিটামিন- বি-12

Solution

Correct Answer: Option C

-  ভিটামিন- ডি এর অভাবে রিকেটস ও অস্টিওম্যালাসিয়া রোগ হতে পারে।
-  ভিটামিন- এ এর অভাবে রাতকানা রোগ হতে পারে।
-  ভিটামিন বি-১২ অভাবে রক্তশূন্যতা ও স্নায়ুতন্ত্রের অবক্ষয় দেখা যায়।
-  অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে ভিটামিন- কে এর অভাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions