রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাট ফরমে দাঁড়ান ব্যক্তির কাছে বাঁশির কম্পানাঙ্ক-
A আসলের সমান হবে
B আসলের চেয়ে বেশি হবে
C আসলের চেয়ে কম হবে
D আসল গাতির সাথে সম্পক্যযুক্ত ভাবে কম হবে
Solution
Correct Answer: Option B
স্টেশনের দিকে এগিয়ে আসা ট্রেনের ক্ষেত্রে শব্দের উৎস ও শ্রোতার মধ্যকার আপেক্ষিক বেগ বৃদ্ধি পেতে থাকে বলে শব্দের কম্পাঙ্ক ক্রমশ বৃদ্ধি পায়। ফলে শব্দ আসলের চেয়ে বেশি হবে।