কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?

A শূন্যতায়

B কঠিন পদার্থে

C তরল পদার্থে

D বায়বীয় পদার্থে

Solution

Correct Answer: Option D

- শব্দ তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন। শূন্যতায় কোন মাধ্যম নেই। শূন্যতায় শব্দ তরঙ্গ সঞ্চালিতই হতে পারে না, তাই এখানে গতি কম-বেশি হওয়ার প্রশ্নই আসে না।

- মাধ্যমের ঘনত্বের উপর শব্দের গতি নির্ভরশীল। মাধ্যম যতো ঘন হবে শব্দের গতি ততো বেশি হবে। তাই লোহার ঘনত্ব বেশি হওয়ায় পানি বা বাতাসের চেয়ে লোহায় শব্দের গতি বেশি।
- স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ৩৩২ মি/সে,
- পানিতে ১৪৫০ মি/সে এবং
- লোহায় ৫২২১ মি/সে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions