Solution
Correct Answer: Option D
- শব্দ তরঙ্গের প্রসারণের জন্য মাধ্যমের প্রয়োজন। শূন্যতায় কোন মাধ্যম নেই। শূন্যতায় শব্দ তরঙ্গ সঞ্চালিতই হতে পারে না, তাই এখানে গতি কম-বেশি হওয়ার প্রশ্নই আসে না।
- মাধ্যমের ঘনত্বের উপর শব্দের গতি নির্ভরশীল। মাধ্যম যতো ঘন হবে শব্দের গতি ততো বেশি হবে। তাই লোহার ঘনত্ব বেশি হওয়ায় পানি বা বাতাসের চেয়ে লোহায় শব্দের গতি বেশি।
- স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ৩৩২ মি/সে,
- পানিতে ১৪৫০ মি/সে এবং
- লোহায় ৫২২১ মি/সে।