কোনটি জাতিসংঘের বহুমুখী কারীগরী ও প্রাক বিনিয়োগ সহযোগীতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?

A UNV

B DTCD

C UNFPA

D UNDP

Solution

Correct Answer: Option D

- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম হল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)।
- UNDP ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ।
- উন্নয়নশীল দেশের প্রাকৃতিক ও মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সাহায্যকারী সংস্থা।
- এটির সদর দপ্তর নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions