বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

A কুসুম্বা

B বড় সােনা মসজিদ

C ষাট গম্বুজ মসজিদ

D সাত গম্বুজ মসজিদ

Solution

Correct Answer: Option C

ষাট গম্বুজ মধ্যযুগে মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত সবচেয়ে বড় মসজিদ .১৫ শতকের মাঝামাঝি সময়ে খান জাহান আলী এ মসজিদটি নির্মাণ করেন। এটি বর্তমানে বাগেরহাট শহর থেকে ৩ মেইল পশ্চিমে গড়াদিঘীর পূর্বপাড়ে অবস্থিত ।যদিও এটি ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত,কিন্তু প্রকৃত পক্ষে মসজিদটির মোট গম্বুজ ৮১ টি । ১৯৮৫ সালে ইউনেস্কো মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions