বাংলাদেশের রাষ্ট্রীয় মনােগ্রামের ডিজাইনার কে?

A কাজী খসরু

B কামরুল হাসান

C স্বপন কুমার

D এএনএ সাহা

Solution

Correct Answer: Option D

১৯৭২ সালের সংবিধানে যে চারটি মৌলিক নীতি গ্রহণ করা হয়েছিল, সেই চারটি মূলনীতিই প্রকাশ করে জাতীয় প্রতীকের চারটি তারকা । 

উল্লেখ্য, চারটি মূলনীতি হলোঃ 
০১. জাতীয়তাবাদ;
০২. ধর্ম নিরপেক্ষতাবাদ; 
০৩. সমাজতন্ত্র;
০৪. গণতন্ত্র । 

আমাদের রাষ্ট্রীয় মনোগ্রাম হল লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র । বৃত্তের উপর দিকে লেখা 'গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ ' নিচে লেখা 'সরকার' এবং বৃত্তের দু ' পাশে দুটি করে মোট ৪ টি তারকা। এ মনোগ্রামটির ডিজাইনার হলেন এ.এন সাহা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions