গ্লাসনস্ত এর অর্থ কি?

A    সমাজতন্ত্রের সংগঠন

B    সমাজতন্ত্র ও গনতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান

C    খোলামেলা আলোচনা

D    সমাজতন্ত্রের পরিবর্তে গনতন্ত্র প্রতিষ্ঠা  

Solution

Correct Answer: Option C

রুশ শব্দ ‘গ্লাসনস্ত’ মানে খোলানীতি। ১৯৮৭ সালে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এ নীতি প্রবর্তন করেন। অনেকটা এ নীতির কারণেই ১৯৯১ এ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions