Solution
Correct Answer: Option A
To meet trouble- সমস্যা মোকাবেলা করা এবং halfway- অর্ধেক। অর্থাৎ পুরোপুরি মোকাবেলার আগেই হাল ছেড়ে দেয়া। অর্থাৎ হতবুদ্ধি হওয়া। অপশন
(ক) To be puzzled – হতবুদ্ধি হওয়া।
(খ) To get nervous- ভয় পাওয়া।
(গ) To be disappointed – হতাশ হওয়া।
(ঘ) To bear up- (নিজেকে) শক্ত রাখা।
সুতরাং সঠিক উত্তর (ক)