বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কী ধরনের স্যাটেলাইট হবে?
A কমিউনিকেশন স্যাটেলাইট
B ওয়েদার স্যাটেলাইট
C আর্থ অবজারভেশন স্যাটেলাইট
D ন্যাভিগেশন স্যাটেলাইট
Solution
Correct Answer: Option C
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এটি ভূপৃষ্ঠ থেকে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে। এই স্যাটেলাইটটি আবহাওয়া নজরদারি বা নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে। এটি প্রস্তুত ও উৎক্ষেপণ করবে - Glavkosmos, রাশিয়া। এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান।