Solution
Correct Answer: Option A
-ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন(কমলা বর্ণ কণিকা) ও জ্যান্থোফিল(হলুদ বর্ণ কণিকা) বেশি পরিমাণে থাকে এবং ক্লোরোফিল(সবুজ বর্ণ কণিক) অল্প পরিমাণে থাকে।
-ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। এজন্য ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখায়। ফুলের বিভিন্ন বর্ণের দ্বারা আকৃষ্ট হয়ে প্রজাপতি ও পাখি পরাগায়নে ও বংশবিস্তারে সাহায্য করে।