নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
A যথাযথ হাল ঘুরিয়ে
B নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
C গুন টানার সময় টানটি সামনের দিকে রেখে
D পাল ব্যবহার করে
Solution
Correct Answer: Option A
- রশি দ্বারা যখন নৌকার গুন টানা হয়, তখন নৌকার ওপর প্রযুক্ত বল দুটি উপাংশে ক্রিয়া করে।
- বলের এক অংশ নৌকাকে সম্মুখ দিকে চালিত করে, অপর অংশ নৌকাকে পাড়ের দিকে চালিত করে।
- এ অবস্থায় নৌকাটি কিছুদূর এগিয়ে পাড়ে ঠাঁই নেয়ার কথা, কিন্তু গুন টানার সময় নৌকার মাঝি নৌকার হাল যথাযথভাবে ঘুরিয়ে পাড়ে দিকের বলের অংশকে প্রশমিত করে।
- ফলে সম্মুখ দিকের বলের ক্রিয়ায় নৌকা সামনের দিকে মাঝ নদী বরাবর চলে।