নিচের কোনটি 'আনী' প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ নয়?

A সেবিনী

B অরণ্যানী

C গোয়ালিনী

D ঠাকুরানী

Solution

Correct Answer: Option C

শব্দের শেষে '-আনি' / 'আনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
সেবক- সেবিনী,
অরণ্য - অরণ্যানী,
ঠাকুর - ঠাকুরানি।

অন্যদিকে,
শব্দের শেষে 'ইনী' প্রত্যয় যোগ করে:
- গোয়ালা - গোয়ালিনী।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions