১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
A ব্যামফিল্ড ফুলার
B লর্ড মিন্টো
C লর্ড কার্জন
D ওয়ারেন হেস্টিংস
Solution
Correct Answer: Option A
- ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে শেষ গভর্নর এবং ১৭৭৪ সালে প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন।
- লর্ড মিন্টো ১৮০৭ সালে গভর্নর জেনারেল নিযুক্ত হন।
- লর্ড কার্জন ১৮৯৯ সালে ভাইসরয় নিযুক্ত হন।
- তিনি ১৯০৫ সালে বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভক্ত করলে নবগঠিত পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন মি. ব্রামফিল্ড ফুলার।