'আচিক মান্দি' নামে পরিচিত আদিবাসী জনগোষ্ঠী হল -
Solution
Correct Answer: Option D
- 'আচিক মান্দি' নামে পরিচিত আদিবাসী জনগোষ্ঠী হল গারো সম্প্রদায়।
- গারোরা নিজেদেরকে 'আচিক মান্দি' বা 'মান্দি' অর্থাৎ পাহাড়ের মানুষ হিসেবে পরিচয় দেয়।
- গারোদের প্রধান ভাষা 'মান্দি' এবং তাদের উপ-ভাষা 'আচিক' নামে পরিচিত।
- গারোরা মূলত বাংলাদেশের ময়মনসিংহ, মধুপুর গারো পাহাড় সংলগ্ন ও সিলেট অঞ্চলে বসবাস করে এবং তারা তিব্বত-বর্মী ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- 'আচিক' শব্দের অর্থ গারো ভাষায় 'পাহাড়' এবং গারোদের মাতৃভাষা হিসেবেও ব্যবহৃত হয়।