ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন?
A কাজী আবদুল ওদুদ- আবুল হোসেন প্রমুখ
B মোহাম্মদ বরকত উল্লাহ- আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ
C মোহাম্মাদ আকরাম খা- মোহাম্মাদ ওয়াজেদ আলী প্রমুখ
D কাজী ইমদাদুল হক- মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
Solution
Correct Answer: Option A
- বাঙালি মুসলমান সমাজে আড়ষ্ট বুদ্ধিকে মুক্ত করে জ্ঞানপিপাসা জাগিয়ে তোলার অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রবীণ ছাত্র ১৯২৬ সালের ১৭ জানুয়ারি এটি প্রতিষ্ঠা করেন।
- সাহিত্য সমাজের মূল ভাবযোগী ছিলেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের শিক্ষক কাজী আবদুল ওদুদ ও কর্মযোগী আবুল হুসেন।
- ঢাকা মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক মুখপত্র ‘শিখা’র আপ্তবাক্য ছিল ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।