নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
Solution
Correct Answer: Option A
- IJO–এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত ছিল।
- বর্তমানে এ সংস্থাটি বিলুপ্ত।
- এর পরিবর্তে আইজেএসজি (IJSG- International Jute Study Group) নামক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে (২৭ এপ্রিল ২০২০) এবং এর সদর দপ্তর ঢাকায়।
- উল্লেখ্য, সিরডাপ (CIRDAP) –এর সদর দপ্তরও বাংলাদেশে অবস্থিত।
- (APEC) –এর সদর দপ্তর সিঙ্গাপুরের আলেকজান্দ্রা পয়েন্টে, (SAARC)-এর সদর দপ্তর নেপালের কাঠ কাঠমান্ডুতে অবস্থিত।
- আর ADB –এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়।