বাংলাদেশের তড়িৎ কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল এর তাৎপর্য কি?
A প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার বন্ধ হয়
B প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ একক দৈর্ঘ অতিক্রম করে
C প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
D প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার উঠা-নামা করে
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশে প্রতি সেকেন্ডে ৫০ হার্টজ কম্পাঙ্কের তাৎপর্য হল যে, প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক পরিবর্তন করে।
- কম্পাঙ্ক হলো একক সময়ে কোনো পুনরাবৃত্তিমূলক ঘটনা ঘটবার সংখ্যা।
- বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে, কম্পাঙ্ক নির্দেশ করে যে এক সেকেন্ডে কতবার বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন হয়।
- ৫০ হার্টজ কম্পাঙ্কের অর্থ হলো প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার ধনাত্মক থেকে ঋণাত্মক এবং ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে পরিবর্তন হয়।
- এই দিক পরিবর্তনের ফলে বিদ্যুৎ প্রবাহে একটি স্পন্দন তৈরি হয়, যা আমাদের ঘরের আলো, ফ্যান, মোটর ইত্যাদি চালাতে ব্যবহার করা হয়।