সেন্টমার্টিন দ্বীপের আরেকটি নাম কি?

A নারিকেল জিঞ্জিরা

B সোনাদিয়া

C কুতুবদিয়া

D নিঝুম দ্বীপ

Solution

Correct Answer: Option A

-সেন্টমার্টিন একটি ছোট দ্বিপ যা,বাংলাদেশের সীমানার সর্ব দক্ষিণে অবস্থিত।
-নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষনিয় পর্যটন এলাকা।
-এটি বঙ্গপোসাগরের উওর-পূর্ব অংশে এবং কক্রবাজারের টেকনাফ হতে ৯ কিলোমিটার দক্ষিণে  অবস্থিত।
-আরবের কিছু নাবিক ২৫০ বৎসর পূর্বে এটি আবিস্কার করেন।
-তারা এটিকে “জাজিরা” নামকরণ করেন।
-বৃটিশ শাসনের সময়কালে এটিকে পুনরায় “সেন্টমার্টিন” দ্বিপ নামে নামকরণ করা হয়।
-বর্তমানে দ্বিপটির স্থানীয় নাম নারিকেল জিনজিরা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions