বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত?

A লাসা

B উলানবাতার

C পিয়ংইয়ং

D কাবুল

Solution

Correct Answer: Option A

- বিশ্বের লাসা শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত।
- এটি তিব্বতের রাজধানী এবং তিব্বতী বৌদ্ধধর্মের আধ্যাত্মিক কেন্দ্র।
- ঐতিহাসিকভাবে, লাসা শহরটি দালাই লামার বাসস্থান ছিল, যিনি তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন।
- তিব্বতের রাজধানী লাসা উনবিংশ শতাব্দীতেই বিদেশিদের জন্য নিষিদ্ধ হয়। উলানবাটোর, পিয়ংইয়ং ও কাবুল যথাক্রমে মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তানের রাজধানী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions