Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩ এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]

A মালয়শিয়া

B ফিলিপাইন

C অষ্ট্রেলিয়া

D জাপান

Solution

Correct Answer: Option D

- ১৯৯৩ সালে অ্যাপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে।
- অন্যসব সদস্য দেশ এতে উপস্থিত থাকলেও জাপান অনুপস্থিত ছিল।
উল্লেখ্য, APEC- এর সর্বশেষ ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৭-১৮ নভেম্বর ২০১৮; পোর্টমোর্সবি, পাপুয়া নিউগিনি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions