নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
A ধমনীর ভিতর দিয়ে
B শিরার ভিতর দিয়ে
C স্নায়ুর ভিতর দিয়ে
D ল্যাকটিয়ারের ভিতর দিয়ে
Solution
Correct Answer: Option A
- ধমনী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের সকল অঙ্গে সাধারনত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
- এরা দেহের ভেতরের দিকে অবস্থিত।
- ধমনীর প্রাচীর পুরু এবং ধমনী গহ্ববরে কপাটিকা থাকে না।
- ধমনীর ভেতর দিয়ে নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়।