ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হল - ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ।
বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়- ১৯৯০ সালে।
বাংলাদেশে সর্বপ্রথম কার্ডফোন ব্যবস্থা চালু হয়- ১৯৯২ সালে।
ভি স্যাট- বহির্বিশ্বের সাথে ডাটা আদান-প্রদানের মাধ্যম।
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন (টি এন্ড টি) বোর্ডের সদর দপ্তর অবস্থিত- ঢাকা।
বিটিআরসি- বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়- ১৯৯৬ সালে ।
বাংলাদেশের কম্পিউটারে প্রথম বাংলা ফন্ট ব্যবহৃত হয়- ১৯৮৭ সালে (নাম-বিজয়)।
বাংলাদেশের প্রথম সেলুলার ফোন- সিটিসেল (চালু হয় ১৯৯৩ সালে)।
পৃথিবীর যে দেশটির সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই- ইসরাইল।