জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
A বরিশাল জেলা
B ঢাকা জেলা
C ফরিদপুর জেলা
D রাজশাহী জেলা
Solution
Correct Answer: Option A
• রবীন্দ্র-উত্তর আধুনিক বাংলা কবিতায় পঞ্চপাণ্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাশ।
• তার জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারী বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে এক ব্রাহ্ম পরিবারে।
• প্রতিভাবান এই কবি কলকাতায় ট্রামের নিচে পড়ে আহত হন এবং ২২ অক্টোবর ১৯৫৪ মারা যান।