১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
A ১৫ টি
B ৬ টি
C ১১ টি
D ১০ টি
Solution
Correct Answer: Option C
-দুই যুগ ধরে অর্থাৎ ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি। ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী।
-১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
-এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।