উত্তর আটল্যান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-

A ৪ এপ্রিল ১৯৪৯

B ৩ জানুয়ারী ১৯৫৪

C ২৬ মে ১৯৫৫

D ১ ফ্রেব্রুয়ারী ১৯৫৬

Solution

Correct Answer: Option A

- North Atlantic Treaty Organization (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।

- ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পারিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

- ন্যাটোর বর্তমান সদস্য ৩২ টি দেশ এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি ।

- এর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে (পূর্বে ছিল প্যারিসে )।

- ন্যাটোভুক্ত ৩২ টি দেশের মধ্যে মুসলিম দেশ ২ টি (তুর্কিয়ে ও আলবেনিয়া )

- সুইডেন ন্যাটোর সর্বশেষ সদস্য। (৭ মার্চ, ২০২৪)

- ন্যাটোর নতুন মহাসচিব - মার্ক রুত্তে (নেদারল্যান্ডস)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions