A bull market means, that share prices are-
A Falling
B Rising
C Moving
D Statistic
Solution
Correct Answer: Option B
- 'Bull market' বলতে বোঝায় যে মার্কেটের শেয়ারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ- Rising বা ঊর্ধ্বমুখী
- Bull Market এর বিপরীত হল Bear Market.
- অর্থাৎ Bear Market বলতে বোঝায় যে মার্কেটের শেয়ারের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে বা নিম্নমুখী।
(মনে রাখার জন্য- Bull (ষাঁড়) আক্রমন করার সময় নিচ থেকে উপরের দিকে মাথা হাঁকায় তাই Bull market মানে Rising market. অন্যদিকে Bear থাবা দেওয়ার সময় উপর থেকে নিচের দিক নামায় তাই Bear Market মানে Falling market.)