যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারন পরিষদে Uniting for peace resolution গৃহীত হয়েছিল-

A সুয়েজ যুদ্ধ

B কোরীয় যুদ্ধ

C পাক ভারত যুদ্ধ ১৯৬৫

D ফকল্যান্ড যুদ্ধ

Solution

Correct Answer: Option B

- ১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পক্ষে এবং সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার পক্ষ অবলম্বন করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘Uniting for peace resolution’ গ্রহণ করে।
- যার মূল কথা হলো নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষায় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদ জরুরি অধিবেশনে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
- এর মাধ্যমে কোরীয় সংকট শান্তিপূর্ণ ভাবে সমাধান করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions