লালবাগ দুর্গের অভ্যান্তরের সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম-
Solution
Correct Answer: Option B
-শায়েস্তা খানের কন্যা পরীবিবির আসল নাম ইরান দুখ্ত।
-পরী বিবির মাজার লালবাগ কেল্লার ভিতরে দরবারগৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত।
-এ মাজারে কালো পাথর, শ্বেত বর্ণের মর্মর পাথর, ধূসর বর্ণের বেলে পাথর ইত্যাদি দুষ্প্রাপ্য পাথর সংযোজিত আছে।
-উল্ল্যেখ্য, ইরান দুখ্ত শাহজাদা আযমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন।