মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি’ উপহার দেয় যে রাষ্ট্র-
A যুক্তরাজ্য
B ফ্রান্স
C জাপান
D জার্মান
Solution
Correct Answer: Option B
- নিউয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক এবং বিশ্বের অন্যতম বৃহৎ ভাস্কর্য।
- এটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স।
- মূর্তিটি ১৮৮৪ সালে প্যারিসে তৈরি সম্পন্ন হয় এবং ১৮৮৫ সালে খণ্ড খণ্ড করে আমেরিকায় পাঠানো হয়।
- এর উচ্চতা একটি ২২ তলা বিল্ডিং-এর সমান।