আমার সন্তান যেন থাকে দুধে ভাতে? লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়-

A মুকুন্দরাম চক্রবর্তী

B ভারতচন্দ্র রায়

C মদনমোহন তর্কালঙ্কার

D কামিনী রায়

Solution

Correct Answer: Option B

- ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি।
- তাকে মধ্যযুগের শেষ বড় কবি এবং নাগরিক কবি হিসেবেও অভিহিত করা হয়।
- তার রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি।
- উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী।
- ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্র তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রায়গুণাকর উপাধি দেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions