আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক ?
A বেডেন পাওয়েল
B ব্যরন পিয়ারে দ্যা কুবার্তা
C প্যারেজ দ্যা কুইলার
D জুয়ান এন্টোনিও সামারাঞ্চ
Solution
Correct Answer: Option B
- প্রাচীন গ্রিসে দেবতা জিউসের সম্মানে অলিম্পাস পর্বতের পাদদেশে গেমসের প্রচলন ছিল যা বর্তমানে অলিম্পিক গেমস নামে পরিচিত ।
- খ্রিস্টপূর্ব ৩৯৪ অব্দে ক্রীড়াবিমুখ সম্রাট থিওডেরিয়াস এ গেমস বন্ধ করে দেয় ।
- দীর্ঘকাল পর এ গেমস চালুর উদ্যোগ গ্রহণ করেন ফরাসি ব্যক্তিত্ব ব্যরন পিয়ারে দ্য কুবার্তা ।
- তার প্রচেষ্টায় ১৮৮৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় ।
- তাকে আধুনিক অলিম্পিকের প্রবর্তক বলা হয়।