বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কার করেন--

A ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

B ডক্টর সুনিতিকুমার চট্টোপাধ্যয়

C হরপ্রসাদ শাস্ত্রী

D ডক্টর সুকুমার সেন

Solution

Correct Answer: Option C

- বাংলা সাহিত্যের আদি নিদশন চর্যাপদ।
- রাজা রাজেন্দ্রলাল মিত্র ১৮৮২ সালে ‘Sanskrit Buddist Literature in Nepal’ গ্রন্হে সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে তাঁর তৃতীয় ভ্রমণে নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে ‘চর্যাচর্যবিনিশ্চয়’ নামক পুঁথিটি আবিষ্কার করেন ।
- তার সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে প্রকাশিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions