মরি মরি!কি সুন্দর প্রভাতের রূপ-বাক্যে মরি মরি কোন শ্রেনীর অব্যয়?

A সমন্বয়ী

B অনন্বয়ী

C পদান্বয়ী

D অনুকার

Solution

Correct Answer: Option B

- যেসব বাক্য অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্বয়ী অব্যয় বলে।
- উচ্ছ্বাস প্রকাশে: মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ।
- যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে।
যেমন- নূপুরের আওয়াজ – রুম ঝুম, বাতাসের গতি – শন শন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions