১২ ও ৯৬ এর মধ্যে (এই দুইটি সংখ্যা সহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
Solution
Correct Answer: Option D
4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হল 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60, 64, 68, 72, 76, 80, 84, 88, 92, 96, 100.......
এই তালিকা থেকে দেখা যাচ্ছে, 12 ও 96-এর মধ্যে(এই দুইটি সংখ্যা সহ) 22টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য।
অথবা, সূত্র দিয়েও করতে পারেন-
{(৯৬ - ১২) / ৪} + ১
= ২১ + ১
= ২২