ভূ-মধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
A হরমুজ
B জিব্রাল্টার
C বসফরাস
D দার্দানেলিস
Solution
Correct Answer: Option B
- জিব্রাল্টার প্রণালী মরক্কো ও স্পেনকে পৃথক করেছে।
- হরমুজ প্রণালী: পারস্য উপসাগর–ওমান উপসাগর,
- দার্দানেলিশ প্রণালী: ইজিয়ান সাগর-মর্মর সাগর ও
- বসফরাস প্রণালী: মর্মর সাগর-কৃষ্ণ সাগরের মধ্যে অবস্থিত।