কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি?

A চাষী জীবনের করুন চিত্র

B কৃষক সমাজের সংগ্রামশীল জীবন

C তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

D মুসলিম জমিদার শ্রেনীর জীবন কাহিনী

Solution

Correct Answer: Option C

কাজী ইমদাদুল হকের অবদুল্লাহ উপন্যাসের উপজীব্য- তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। উপন্যাসটি ১৯৩২ সালে প্রকাশিত হুয়। তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
-আঁখিজল (১৯০০)
-মোসলেম জগতে বিজ্ঞান চর্চা (১৯০৪)
-ভূগোল শিক্ষা প্রণালী (দু'খণ্ড, ১৯১৩, ১৯১৬)
-নবীকাহিনী (১৯১৭)
-প্রবন্ধমালা (১৯১৮)
-কামারের কাণ্ড (১৯১৯) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions