একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত ২,০০,০০০ টাকা ব্যাংকে ছয় মাস চক্রবৃদ্ধি মুনাফাভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক ১২ টাকা হলে এক বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
A ১২০০০ টাকা
B ২১২০০০ টাকা
C ২২৪৭২০ টাকা
D কোনটি নয়
Solution
Correct Answer: Option C
দেওয়াআছে,
মূলধন P=২০০০০০ টাকা,
মুনাফার হার r=১২% , সময় n = ৬ মাস বা ১/২ বছর
মুনাফা I =Prn
= ২০০০০০×১২/১০০×১/২
=১২০০০ টাকা
১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন = P(1+r)n =২০০০০০ × (১+৬/১০০)২ টাকা
= ২০০০০০×(১০৬/১০০)×(১০৬/১০০) টাকা
= ২২৪৭২০ টাকা
∴ ১ বছর পর মুনাফা হবে ১২০০০০ টাকা,
১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে ২২৪৭২০ টাকা