বিভক্তিহীন নাম শব্দকে কী বলে ?
A প্রতিপাদিক
B বিদেশি শব্দ
C দেশি শব্দ
D সাধিত শব্দ
Solution
Correct Answer: Option A
- প্রাতিপদিক হলো বিভক্তিহীন নামশব্দ।
- নামপদ হলো যে পদ দ্বারা নাম বুঝায়;
- উপপদ হলো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়;
- উপমিত পদ হচ্ছে সাধারণ গুণের উল্লেখবিহীন উপমেয় পদের সাথে উপমান পদের মিলন।