বহুমূত্র রোগে কোন হরমনের দরকার?

A ইনসুলিন

B থাইরক্সিন

C এনড্রোজেন

D এসট্রোজেন

Solution

Correct Answer: Option A

- অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়।
- রক্তে এই ইনসুলিন হরমোন কমে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যাকে হাইপারগ্লাইসেমিয়া বলে।
- এর ফলে ঘন ঘন ক্ষুধা, পিপাসা ও প্রস্রাবের চাপ লাগে যাকে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলে।
- এই রোগের জন্য ইনসুলিন হরমোন চামড়ার নিচে দেয়া হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions