ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহনকারী ভেড়ার নাম কি?
A নেমি
B টমি
C শেলি
D ডলি
Solution
Correct Answer: Option D
- স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়।
- রোসলিন ইনস্টিটিউটের ভ্রূণতত্ত্ববিদ ড. আয়ান উইলমুট ভেড়াটিকে ক্লোন করেন।
- ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।